Wednesday, June 8, 2011

অন্য ধর্মের আনুসারীদের ইলাহ নিয়ে ঠাট্টা মশকরা এবং গালি-গালাজ করাকে আল্লাহ নিষেধ করেছেন

আমরা মুসলিম। ইসলাম আমাদের ধর্ম। পবিত্র কুরআন আমাদের ধর্মগ্রন্থ এবং এটি সরাসরি সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। মুসলিমদের জীবন যাপনের প্রতিটি অংশের উপর আল্লাহর বেছে দেওয়া পদ্ধতি রয়েছে। মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ তায়ালার কোন স্ত্রী নেই সন্তান নেই। অপর দিকে অন্য বেশিরভাগ ধর্মেই তাদের একাধিক ইলাহ রয়েছে। একাধিক ইলাহর ইবাদতকে আমরা শিরক বলি। অন্য অনেক ধর্মের লোকেরা তাদের ইলাহকে মূর্তি বানিয়ে ইবাদত করে। আমরা জানি, এবং বিশ্বাস করি, যেখানে মূর্তিটির নিজের উপরই নিজের কোন ক্ষমতা নেই সেখানে তার পূজারীদের উপর সে কেমন করে ক্ষমতা দেখাবে। কুরআন আমাদের কে এমন করেই শিরক থেকে বিরত থাকার কারন শিখিয়ে দিয়েছে। তবে কুরআন আরো শিক্ষা দিয়েছে যেন আমরা অন্য ধর্মের ইলাহ দের নিয়ে ঠাট্টা মশকরা কিংবা গালি-গালাজ না করি। কেননা, প্রত্যেক ধর্মের মানুষই তাদের নিজেদের ধর্ম এবং বেছে নেওয়া পথকে নিজের জন্যে শোভন মনে করে। আমরা যদি তাদের ধর্ম এবং ইলাহ নিয়ে গালি-গালাজ করি তবে, তারাও হয়ত নিজেদের শিরক থেকে আরেকটু অগ্রসর হয়ে আমাদের একমাত্র ইলাহ সর্বশক্তিমান আল্লাহকে নিয়ে গালি-গালাজ করবে। অন্যের ইলাহের প্রতি আমাদের গালি-গালাজ মূলত পরোক্ষভাবে আল্লাহকে গালি দেয়ার কারনে পরিণত হবে। এবং এ গালির জন্যে মূলত আমরা নিজেরাই দায়ী হব। তাই আমাদেরকে এহেন আচরন থেকে বিরত থাকা উচিত। কুরআনের সূরা আনআমের ১০৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,

﴿وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ ۗ كَذَٰلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَىٰ رَبِّهِم مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُم بِمَا كَانُوا يَعْمَلُونَ﴾
অর্থ: আর ( হে ঈমানদারগণ!) এরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিয়ো না৷ কেননা, এরা শিরক থেকে আরো খানিকটা অগ্রসর হয়ে অজ্ঞতাবশত যেন আল্লাহকে গালি দিয়ে না বসে৷ তো এভাবে প্রত্যেক জনগোষ্ঠীর জন্য তাদের কার্যক্রমকে সুশোভন করে দিয়েছি৷ তারপর তাদের ফিরে আসতে হবে তাদের রবের দিকে৷ তখন তিনি তাদের কৃতকর্ম সম্বন্ধে তাদেরকে জানিয়ে দেবেন৷

No comments: