Sunday, February 22, 2009

এই যে শুনুন, সহিষ্ণুতাশীল সমাজ চানতো, নাকি?

আপনি একজন ব্লগার, নিশ্চয় পড়াশুনা করেছেন কিছু। তাহলেতো আপনার কাছে ভারতীয় উপমহাদেশের ইতিহাস কিছুটা হলেও জানা। তাহলে আপনার জ্ঞানকে উলটে পালটে দেখুনতো ভারতের মুসলিম শাষনামলে কতজন শাষনকার্যের বড় বড় দায়িত্বে নিয়োজিত হিন্দু ও বৌদ্ধ ছিল? এবং তাদের ধর্ম পালনে কতটুকু বাধা পেয়েছে তারা?
আপনি নিশ্চয়ই বলবেন যে, "হ্যা! এই দিক থেকে মুসলিম শাষকরা বেশ সহিষ্ণু ছিলেন। তারা গুনের কদর করতে জানতেন। তাদের অনেক গুরুত্বপুর্ন কাজেই তারা হিন্দু বৌদ্ভদের অন্তর্ভুক্ত করেছেন।"

অথচ যেই এই হিন্দুরা ব্রিটিশদের সহায়তা আর কিছু মুনাফিক মুসলমানের মুনাফিকি টের পেল তখনি মুসলমান শাষনের সময়কালে তাদের দেয়া সুযোগ সুবিধাগুলো ভুলে মুসলমানদের পায়ে নয় পুরো শরীরেই কুড়াল চালাল। তারা এখনো হিন্দুপ্রধান দেশ ভারতে মুসলমানদের উপর অমানুষিক অত্যাচার চালিয়ে যাচ্ছে। ঘর বাড়ি জ্বালিয়ে দেয়া আর অকাতরে খুন কোনটাই তারা বাকি রাখে না।

সে যাই হোক যার যেমন চরিত্র তা তারই থাক। সংখ্যালঘুদের উপর অত্যাচার করা মুসলমানদের চরিত্রে নেই। আর কিছু কিছু ভেসে আসা কথা যা মিডিয়াতে মাঝে মাঝে শোনা যায় তা মিথ্যা প্রচারনা ছাড়া আর কিছু নয়। বাংলাদেশে আমরা মুসলিম হিন্দু একসাথে আনন্দেই বাস করি।

যেহেতু আপনি ধর্মীয় সহিষ্ণুতা ও ভ্রাতৃত্বকে ভালবাসেন সেহেতু আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি সেই আলোয় উদ্ভাসিত হতে যে আলো একজন সাধারন এবং উদ্ভ্রান্ত এবং উচ্ছৃংখল যুবককে পরশ পাথরে পরিণত করে।
আর সে আলোর নাম ইসলাম। এটি ছাড়া আর কিছু যে আপনি পুরো পৃথিবী চষলেও পাবেননা তার গ্যারান্টি দিচ্ছি।

No comments: