Sunday, February 22, 2009

দুর্নীতি কি থামিবে?: ঈশপীয় দৃষ্টিতে

দুর্নীতি কি থামিবে?: ঈশপীয় দৃষ্টিতে

১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৪

শেয়ার করুন: Facebook

ঈশপ একদিন কোন জনসমাবেশে বিশেষ একটা কারনে একটা গল্প বলেছিলেন। গল্পটা এক শিয়ালকে নিয়ে।

এক শিয়াল নদীর পাশ দিয়ে শুকনো স্থান দেখে দেখে চলছিল। হঠাৎ শিয়ালটা দুর্ঘটনাক্রমে নদীর পাশের এক কাদামাখা গর্তে পড়ে গেল। গর্তে তার অবস্থানটা এমন বেকায়দায় ছিল যে, কিছুতেই সে ছোট্ট এই গর্ত থেকে উঠতে পারছিলনা। এই বিপদের মধ্যেই আবার আরো কঠিন আপদের দেখা পেল শিয়ালটি। গর্তটা পুরোটাই ভরা ছিল একগাদা ক্ষুধার্ত জোঁকে। গর্তে পড়ার পর থেকেই শিয়ালের পুরো শরীরে যতগুলো পারল ততগুলো জোঁক ছেকে ধরল। আস্তে আস্তে রক্ত চুষে খেতে খেতে জোঁকগুলো ফুলে গেল। এমন সময় এক সজারু গর্তের পাশ দিয়ে যাচ্ছিল। শিয়ালকে বিপদে পড়তে দেখে তার খুব মায়া হল। আর তাই সে তার সাধ্যমত শিয়ালকে সাহায্য করার জন্য গর্তের পাশে দাঁড়িয়ে পড়ল। শিয়ালের গায়ে অসংখ্য জোঁক লেগে থাকতে দেখে সে শিয়ালকে বলল, "ওহে শিয়াল মামা, তোমার গায়ের জোঁকগুলোতো তোমায় অনেক কষ্ট দিচ্ছে, তাই আমি তোমার শরীরের ঐ জোঁকগুলোকে সরিয়ে তোমাকে এই কষ্টের হাত হতে রেহাই দেয়ার জন্য তোমার অনুমতি প্রার্থনা করছি।"
এই কথা শুনে বুদ্ধিমান শেয়াল আৎকে উঠল এবং বলল, "তুমি যদি আমায় সাহায্য করতে এসে থাক, তবে একাজটি অন্তত করোনা। যে জোঁকগুলোকে আমার শরীরে লেগে থাকতে দেখছ, এরা অনেকক্ষন আমার রক্ত খেয়ে তাদের ক্ষুধাকে নিবারন করেছে। এখন এদের পেটে আমার রক্ত খাবার মত আর কোন জায়গা নেই। কিন্তু তুমি যদি এদের সরিয়ে দাও তবে এদের জায়গায় নতুন করে অন্য জোঁক এসে জুটবে, যাদের পেটে ক্ষুধা রয়েছে। আর তখন ঐ ক্ষুধার্ত জোঁকগুলো আমার শরীরের বাকি রক্তও শেষ করে ফেলবে।"

বাংলাদেশের প্রেক্ষাপটে এই গল্পকে আমার কাছে একটা অত্যন্ত ভাবনার বিষয় মনে হচ্ছে। গত নির্বাচনে আমরা সবাই মিলে দুর্নীতিকে ব্যলটের মাধ্যমে না বলেছি, আর তার ফলাফল হলো হাই প্রোফাইল দুর্নীতির নায়ক ও তাদের দলের ভরাডুবি। নতুন সরকার এল, প্রায় ধলা এক মন্ত্রীপরিষদ আমরা পেলাম। কিন্তু দুর্নীতি কি আদৌ থামবে? ঐসব পুরোনো মানুষের রক্তের টাকা খাওয়া সাবেক মন্ত্রীদের তুলনায়তো এরা অত্যন্ত ক্ষুধার্ত। মন্ত্রনালয়ের হাজার কোটির কিছু অংশ সুযোগমত ফাঁক ফোকর গলে তাদের পকেটে আসার সুযোগ হলে কি তাদের মনে পুরোনো গাড়িটা বদলে নেয়ার এবং ভাঙা বাড়িটাকে প্রাসাদের রূপ দেয়ার ইচ্ছে করবে না? ধরি নাও করতে পারে। কিন্তু এই এজাম্পসনের পরিবর্তে আমরা নিশ্চিত হওয়াকেই বেশি পছন্দ করব।

দুর্নীতি থেকে বাচার ব্যপারে নিশ্চিত হতে দুটো পথ সম্বন্ধে ভাবা যেতে পারে। এক. আগের প্রমানিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা যাতে বর্তমান দায়িত্বপ্রাপ্তরাও ভয়ে শিউরে উঠে। দুই. মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের তাদের উপযোগী পারিশ্রমিক দেয়ার মাধ্যমে দুর্নীতির প্রতি তাদের আকর্ষনকে ধ্বংশ করা।

(বি: দ্র:- এটা কোন বিশেষজ্ঞের বক্তব্য নয়, এটা একজন বিশেষ অজ্ঞের বক্তব্য। তাই এই বক্তব্যকে ভেবে চিন্তে গ্রহন করবেন।)

No comments: