Sunday, February 22, 2009

বাংলাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে দেখতে চাই

বাংলাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে দেখতে চাই

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৯

শেয়ার করুন: Facebook

আমরা আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শিখি, ইংরেজি বলার চেষ্টা করত। কিন্তু কেন? পৃথিবীর অন্য দেশের লোকজন বাংলা শিখবে না? বাংলা ভাষার নিজস্ব বর্ণমালা আছে, এ ভাষায় কবিতা লেখা হয়, গান লেখা হয়, আরো লেখা হয় গল্প-উপন্যাস। বাংলা ভাষার জন্য রক্ত ঝরেছে, এর আছে সমৃদ্ধ ইতিহাস। অপরদিকে ইংরেজি ভাষার নিজস্ব বর্ণমালা পর্যন্ত নেই।

আসুন সবাই মিলে আজ হতে প্রতিজ্ঞা করি, বাংলা ভাষাই হবে আগামী দিনের আন্তর্জাতিক ভাষা। পৃথিবীর সবাই এই ভাষার চর্চা করবে। এ ভাষায় তারা জ্ঞান অর্জন করবে।

ইংরেজি পৃথিবীতে নের্তৃত্ব দিচ্ছে তার সমৃদ্ধ সাহিত্যভান্ডার নিয়ে। ইংরেজী ভাষায় আমাদের চেয়ে অনেক বেশি সাহিত্য চর্চা করা হয়। এ ভাষায় বিজ্ঞানচর্চা করা হয়। তাই এই ভাষাকে টেক্কা দিতে হলে আমাদের বাংলাকেও আরো বেশি সাহিত্য সমৃদ্ধ করতে হবে। আর জ্ঞানপিপাসুদের আকৃষ্ট করার জন্য বাংলায় বেশি বেশি বিজ্ঞান ও অন্যান্য তথ্য সমৃদ্ধ পুস্তক প্রকাশ করতে হবে।

আমরা যদি আজ থেকে কাজ শুরু করি তবে হয়তো একদিন আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌছতে পারব। এ লক্ষ্যে আমার কয়েকটি প্রস্তাবনা:

১. বাংলা সাহিত্যিকদের সাহিত্য মান আরো বৃদ্ধি করা।
২. নতুন নতুন সাহিত্যিককে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করা।
৩. বাংলা ভাষা নিয়ে আরো বেশি বেশি গবেষনা করা।
৪. কিছু কিছু বাংলা সাহিত্য কর্মকে বিশ্বের দুয়ারে পরিচিত করে দেয়ার জন্য তার অনুবাদ প্রকাশ করা।
৫. বেশি বেশি বই প্রকাশ নিশ্চিত করা, এবং এই জন্য সরকারের সহায়তা প্রদান।
৬. বাংলা উইকিপিডিয়াকে আরো বেশি সমৃদ্ধ করা।
৭. ব্লগিং ও ইন্টারনেটের মাধ্যমে বাংলা চর্চাকে বৃদ্ধি করা।
৮. বেশি বেশি বই কিনে পড়া ও বন্ধুদের উপহার দেয়ার মাধ্যমে লেখক প্রকাশকদের বই প্রকাশে অনুপ্রানিত করা। (উল্লেখ্য বই কিনে কেউ ফকীর হয়না।
৯. এ ভাষায় বেশি বেশি বিজ্ঞান চর্চা করা হোক। বাংলায় থিসিস পেপার তৈরী করা।
১০. ইংলিশ মিডিয়াম স্কুলের পরিবর্তে সব বিদ্যালয়কে একই সমান্তরালে নিয়ে আসা হোক, যেখানে ইংরেজিকে একটি বিদেশি ভাষা হিসেবে শিক্ষা দেয়া হবে। আমেরিকান বা ইংরেজরাও বিদেশি ভাষা শেখে, যেমন, স্প‌্যানিশ, মান্দালিন ইত্যাদি। আশা করি সামনে বাংলাও শিখবে।



আমার কমবুদ্ধির মাথায় আর বেশি কিছু আসছে না। দয়া করে আরো যা যা আমরা করতে পারি তার ব্যাপারে লিখুন।

বাংলাভাষার জয় হোক...

সকলকে একুশে ফেব্রুয়ারীর রক্তরাঙা শুভেচ্ছা...

No comments: