Saturday, October 4, 2008

নাস্তিক্যবাদীতা কি করে সমাজ ও দেশের জন্য উপকারী হয়?.......

মনে করুন আমাদের আল্লাহর প্রতি ভীতি নেই। তবে.

১. আমরা কেন ভাল হয়ে চলব?
২. কেন সুযোগ পেলেই মিথ্যার মাধ্যমে আমাদের প্রয়োজন হাসিল করব না?
৩. কেউ যদি কাছে কিনারে না থাকে তবে আমরা যে কোন অপকর্ম করতে কেন দ্বিধা করব?
৪. কেন সুযোগ পেলে দুর্নীতি করব না?
৫. কেন চুরি করব না?
৬. কেন বড়দের সম্মান করব?
৭. কেন ছোটদের আদর করব?
৮. নারীদের কেন নিরাপত্তা দেব?
৯. কেন খুনাখুনি করব না?
১০ কেন পরের ধন কেড়ে নেব না?
১১. কেন দেশপ্রেমিক হয়ে নিজেদের ক্ষতি করব?
১২. সর্বোপরি কোন অপকর্ম করতে কি আমাদের বাধবে?

ভেবে দেখুন তবে সমাজের অবস্থা কি দাড়াবে? একে অপরের উপর শুধু জুলুম করবো। শক্তিধর দুর্বলের উপর চড়াও হবে। কেউ কাউকে ভালবাসবো না। সমাজ কলুষতায় ভরে যাবে। আইয়ামে জাহেলিয়াতের সময়ের মত অবস্থা সৃষ্টি হবে।

এ সমাজ কি আমাদের কাম্য? আজ যারা প্রগতিশীল বলে আল্লাহকে অবিশ্বাস করে তারা কি আমাদের শ্রদ্ধার পাত্র হতে পারে? তারা কি দেশপ্রেমিক হতে পারে? তারা কি করে মানবাধিকার সংরক্ষন করবে?

তারা তো সকল ধরনের অপকর্ম করার জন্য প্রয়োজনীয় আবহাওয়া তৈরীর অপচেষ্টা চালাচ্ছে।
তাদের চেষ্টাকে ব্যার্থতায় পর্যবসিত করতে আমরা কি পারব না?

No comments: