Thursday, October 9, 2008

অসমে ডাইনি সন্দেহে এক পরিবারের ৪জনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে

ভারতের অসম রাজ্যের দূরবর্তী এক গ্রামে ডাইনী সন্দেহে এক পরিবারের বধূ সহ ৪জনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে বলে এ রাজ্যের পুলিশ আজ জানিয়েছে। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, রাজধানী গোহাটি থেকে ২৬০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত কইলাজুলি গ্রামের এই পরিবার ওই এলাকায় প্রচলিত ঐতিহ্যবাহী কবিরাজী চিকিৎসার সাথে জড়িত ছিলো। গত সপ্তায় তাদের তৈরি অষুধ খেয়ে এক গ্রামবাসী মারা যাওয়ার পর পরিবারটিকে ডাইনি বলে সন্দেহ করা হতে থাকে। গতকাল কয়েকজন গ্রামবাসী ওই পরিবারের লোকজনকে আমন্ত্রণ করে। আমন্ত্রণস্থলে যাওয়ার পর এই পরিবারের সদস্যদের উপর লোকজন ইট-পাথর ও লাঠি-সোটা নিয়ে চড়াও হয়। বেদম মারধরের ফলে চারজনই জ্ঞান হারিয়ে ফেললে তাদেরকে একটি গর্তে পুতে ফেলা হয়। গতকাল শেষ বেলায় এই হতভাগ্য চারজনের মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। তবে এই পৈশাচিক হত্যাকান্ডের সাথে জড়িত থাকার জন্য পুলিশ এ পর্যন্ত কেউকে গ্রেফতার করেনি। ভারতের নজরকাড়া অর্থনৈতিক উন্নতি সত্বেও গ্রামে বসবাসকারী ভারতীয়দের অনেকেই গভীর ভাবে কুসংস্কারে আচ্ছন্ন, তারা ভূত-প্রেত-যাদু-টোনায় বিশ্বাস করে। প্রতিবছর ডাইনী অপবাদ দিয়ে ভারতে বহু ব্যক্তিকে নির্মম ভাবে হত্যা করা হয়ে থাকে।

No comments: